Latest News
- /
- Announcement
- /
- News
- /
- biesemareeiu e srkari krmkrta krmcareeder krmkshetre suddhacar seershk prsikshn oo mtbinimy sva onushthit
বিএসএমআরএএইউ এ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মক্ষেত্রে শুদ্ধাচার শীর্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা আয়োজন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ) এর শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা (২০২২-২০২৩) বাস্তবায়নের লক্ষ্যে ২২ মার্চ ২০২৩ তারিখে ঢাকা ক্যাম্পাসে "সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মক্ষেত্রে শুদ্ধাচার " শীর্ষক প্রশিক্ষণ এবং মতবিনিময় সভার" আয়োজন করা হয়। এ সময় লালমনিরহাট ক্যাম্পাসের সদস্যগণ ভার্চুয়ালী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর, এয়ার কমডোর এ টি এম হাবিবুর রহমান, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি (পি) এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয়।
ড. হোসনে নাসরিন- সহকারী অধ্যাপক, এভিওএম বিভাগ এবং ফোকাল পয়েন্ট কর্মকর্তা, নৈতিকতা কমিটি, "সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মক্ষেত্রে শুদ্ধাচার" সংক্রান্ত মূল নিবন্ধ উপস্থাপন করেন। উক্ত সভায় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন পদ্ধতি ও উপায় নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।