Latest News
- /
- Announcement
- /
- News
- /
- biesemareeiu ebng indiyan institiut ob teknolji madraj aiaiti madraj er mdhze smjhota cukti swakshr ebng siksha oo przukti khate uttkrsh sadhne krneey seershk krmsala onushthit
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে গত ০৪ অক্টোবর ২০২৩ তারিখে বিএসএমআরএএইউ এবং আইআইটি- মাদ্রাজ এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর এবং শিক্ষা ও প্রযুক্তি খাতে উৎকর্ষ সাধনে করণীয় শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমঝোতা চুক্তি স্বাক্ষর এবং কর্মশালায় বিএসএমআরএএইউ-এর প্রো-ভাইস চ্যান্সেলর এয়ার কমডোর এ টি এম হাবিবুর রহমান, বিএসপি, এএফডব্লিউসি, পিএসসি, প্রধান অতিথি হিসেবে এবং আইআইটি- মাদ্রাজ-এর সন্মানিত শিক্ষকগণ এবং প্রতিনিধিবৃন্দসহ বিএসএমআরএএইউ-এর শিক্ষকগণ এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিএসএমআরএএইউ এবং আইআইটি- মাদ্রাজ এর মধ্যে গবেষণা এবং একাডেমিক কার্যক্রমে পারষ্পরিক সহযোগিতা, ফলপ্রসূ গবেষণার তথ্য বিনিময়, পারস্পরিক গবেষণা লব্ধ ফলাফল বিনিময় এবং দূরশিক্ষণসহ অ্যাভিয়েশন সংশ্লিষ্ঠ বিষয়ে গবেষণায় জোর দেয়া, শিক্ষা ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষার ক্ষেত্র বৃদ্ধি ও পাঠ্যক্রম যুগোপযোগী-হালনাগাদ সম্পর্কে আলোকপাত করেন । এছাড়াও উভয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ ও শিক্ষকবৃন্দ স্ব স্ব বিভাগের বিভিন্ন শিক্ষা সংক্রান্ত কার্যক্রম, চলমান গবেষণা ও উচ্চশিক্ষায় প্রযুক্তির ব্যবহার ও অ্যাভিয়েশনের বিভিন্ন বিষয়ে গবেষণার বিভিন্ন দিক ও এর গুরুত্বারোপ করেন । এতে বিএসএমআরএএইউ-এর ঢাকা ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধানসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ এবং লালমনিরহাট ক্যাম্পাসের শিক্ষকগণ জুম প্লাটফর্মে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।