Loading...

News Details

বিএসএমআরএএইউ এবং ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি মাদ্রাজ (আইআইটি- মাদ্রাজ) -এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর এবং শিক্ষা ও প্রযুক্তি খাতে উৎকর্ষ সাধনে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে  গত ০৪ অক্টোবর ২০২৩ তারিখে বিএসএমআরএএইউ এবং আইআইটি- মাদ্রাজ এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর এবং শিক্ষা ও প্রযুক্তি খাতে উৎকর্ষ সাধনে করণীয় শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমঝোতা চুক্তি স্বাক্ষর এবং কর্মশালায় বিএসএমআরএএইউ-এর প্রো-ভাইস চ্যান্সেলর এয়ার কমডোর এ টি এম হাবিবুর রহমান, বিএসপি, এএফডব্লিউসি, পিএসসি, প্রধান অতিথি হিসেবে এবং আইআইটি- মাদ্রাজ-এর সন্মানিত শিক্ষকগণ এবং প্রতিনিধিবৃন্দসহ বিএসএমআরএএইউ-এর শিক্ষকগণ এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিএসএমআরএএইউ এবং আইআইটি- মাদ্রাজ এর মধ্যে গবেষণা এবং একাডেমিক কার্যক্রমে পারষ্পরিক সহযোগিতা, ফলপ্রসূ গবেষণার তথ্য বিনিময়, পারস্পরিক গবেষণা লব্ধ ফলাফল বিনিময় এবং দূরশিক্ষণসহ অ্যাভিয়েশন সংশ্লিষ্ঠ বিষয়ে গবেষণায় জোর দেয়া, শিক্ষা ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষার ক্ষেত্র বৃদ্ধি ও পাঠ্যক্রম যুগোপযোগী-হালনাগাদ সম্পর্কে আলোকপাত করেন । এছাড়াও উভয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ ও শিক্ষকবৃন্দ স্ব স্ব বিভাগের বিভিন্ন শিক্ষা সংক্রান্ত কার্যক্রম, চলমান গবেষণা ও উচ্চশিক্ষায় প্রযুক্তির ব্যবহার ও অ্যাভিয়েশনের বিভিন্ন বিষয়ে গবেষণার বিভিন্ন দিক ও এর গুরুত্বারোপ ‍করেন । এতে বিএসএমআরএএইউ-এর ঢাকা ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধানসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ এবং লালমনিরহাট ক্যাম্পাসের শিক্ষকগণ জুম প্লাটফর্মে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।