Loading...

News Details

বিএসএমআরএএইউ এর ১১তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ) এর ১১তম সিন্ডিকেট সভা  ০৭ আগস্ট ২০২৩ তারিখে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম মহোদয় সভায় সভাপতিত্ব করেন।  জাতীয় শোক দিবসের এ মাসে প্রথমেই তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যেকে যারা ১৯৭৫ এর ১৫ আগস্ট ঘাতকের বুলেটে নির্মম ভাবে শহীদ হন। তিনি জাতির পিতার পরিবারের শহীদ সকল সদস্যের রুহের মাগফেরাত কামনা করেন।  পরবর্তীতে, উপাচার্য মহোদয় ১০ম সিন্ডিকেট সভার পর হতে অদ্যাবধি গৃহীত উল্লেখযোগ্য কার্যাবলী অবহিত করেন।

এ সময় তিনি অত্র বিশ্ববিদ্যালয় কর্তৃক জাতির পিতার  জুলিও কুরি সম্মাননা প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠান, এটুআই কর্তৃক আয়োজিত ‘ইনোভেশন চ্যালেঞ্জপ্রোগ্রামের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান, লালমনিরহাট ক্যাম্পাসে এপিএ কর্মশালার আয়োজন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান, শিক্ষা সফরের আয়োজন, ভর্তি কার্যক্রম সম্পন্ন, সমঝোতা স্মারক স্বাক্ষর,  বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মত একটি কিউব স্যাটেলাইট এসেম্বলি সম্পন্ন এবং "স্মার্ট বাংলাদেশ গঠনে অ্যাভিয়েশন এবং অ্যারোস্পেস প্রযুক্তির ভূমিকা” শীর্ষক একটি সেমিনারের আয়োজন সহ বিভিন্ন বিষয় অবহিত করেন। এরপর সভার সকল এজেন্ডাসমুহ বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্তসমুহ গৃহীত হয়।