Loading...

News Details

বিএসএমআরএএইউ এর ১২তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ) এর ১২তম সিন্ডিকেট সভা ১৪ নভেম্বর ২০২৩ তারিখে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম মহোদয় সভায় সভাপতিত্ব করেন। 

সভার প্রারম্ভে তিনি শ্রদ্ধাভরে স্বরণ করেন জাতির স্বপ্নদ্রষ্ঠা ও জাগরণের রুপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার গৌরবদীপ্ত নামেই এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। উক্ত সিনেট সভায় বিএসএমআরএএইউ এর সিনেট কমিটির সকল সন্মানিত সদস্যবৃন্দ স্বশরীরে এবং অনলাইনে উপস্থিত ছিলেন। সভার শুরুতে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকান্ডের উপর আলোকপাত করেন । পরবর্তীতে, উপাচার্য মহোদয় ১১তম সিন্ডিকেট সভার পর হতে অদ্যাবধি গৃহীত উল্লেখযোগ্য কার্যাবলী সম্পর্কে অবহিত করেন।

এ সময় তিনি বাংলাদেশের প্রধান মহাকাশ গবেষনা ও দুরবিক্ষণ প্রতিষ্ঠান SPARSO, র সাথে সমঝোতা স্বারক স্বাক্ষরের প্রাক আলোচনা, লালমনিরহাট ক্যাম্পাসে ‘Trends in Avionics & Space Technology Research’ শীর্ষক সেমিনার, অত্র বিশ্ববিদ্যালয়ে সেবা প্রদান ও প্রতিশুতি বাস্তবায়ন ও অংশীজনের অংশগ্রহণ, স্নাতকোত্তর শিক্ষার্থীদের আয়োজনে সামাজিক সন্ধা, আর্মি আ্যাভিয়েশন গ্রুপ প্রতিনিধি দলের পরিদর্শন, শুদ্ধাচার  সম্মাননা পুরস্কার ২০২২-২৩ প্রদান এবং ‘Quality Assurance: Challenges & Way forward’ শীর্ষক কর্মশালাসহ বিভিন্ন বিষয় অবহিত করেন।  এরপর সভার সকল এজেন্ডাসমুহ বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্তসমুহ গৃহীত হয়।