Latest News
- /
- Announcement
- /
- News
- /
- bngobndhu sekh mujibur rhman ozaviyesn ozand ozarospes biswbidzalyer lalmnirhat kzampase 3y sinet sva onushthit
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ৩য় সিনেট সভা ১৯ অক্টোবর ২০২৩ তারিখে বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম, ওএসপি, জিইউপি ,এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি (পি) উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভার প্রারম্ভে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে উপাচার্য মহোদয় ২য় সিনেট সভার পর হতে অদ্যবধি গৃহীত সকল উল্লেখ্যযোগ্য কার্যাবলী সম্পর্কে সবাইকে অবহিত করেন। উক্ত সিনেট সভায় বিএসএমআরএএইউ এর সিনেট কমিটির সকল সন্মানিত সদস্যবৃন্দ স্বশরীরে অথবা অনলাইনে উপস্থিত ছিলেন। সভার সদস্য সচিব ও রেজিস্ট্রার এয়ার কমডোর মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সিনেট সভায় বিগত অর্থবছর সমূহে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও জনবল কাঠামো, চলতি অর্থবছরের আর্থিক ও অবকাঠামোগত উন্নয়ন ব্যয়, নিয়োগ সংক্রান্ত কার্যক্রম, বিভিন্ন বিভাগের উদ্ভাবনী ও গবেষণা কর্মকান্ডসহ সার্বিক বিষয়ে আলোকপাত করা হয়। বিস্তারিত আলোচনা শেষে সংশ্লিষ্ট সকল বিষয়ে যথাযথ সিদ্ধান্ত গৃহীত হয়।