Latest News
- /
- Announcement
- /
- News
- /
- sok barta biesemareeiu er rejistrar dptre sngsthapn sakhay krmrt sekshn ofisar e en em abul hosen gt 03 septembr 2023 tarikh bikal 1520 ghtikay intekal krechen
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে সংস্থাপন শাখায় কর্মরত সেকশন অফিসার এ এন এম আবুল হোসেন গত ০৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বিকাল ১৫:২০ ঘটিকায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর। তিনি তার স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অত্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর মহোদয় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।