Loading...

News Details

বিএসএমআরএএইউ এ ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩’ উদযাপন

বিএসএমআরএএইউ এ ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও

জাতীয় শিশু দিবস-২০২৩’ উদযাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ) ১৭ মার্চ ২০২৩ তারিখে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩’ ঢাকা ও লালমনিরহাট ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায়  উদযাপন করেছে।   বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম, ওএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি (পি) ঢাকা ক্যাম্পাসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  উভয় ক্যাম্পাসে সকলের সম্মিলিত অংশগ্রহণে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এছাড়াও ‘জাতির পিতা বঙ্গবন্ধুর নীতি ও জীবনাদর্শ’ শীর্ষক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণকৃত এ বিশ্ববিদ্যালয়টির সকল সদস্য একটি শিক্ষিত, বিশেষায়িত জ্ঞানসম্পন্ন জনগোষ্ঠী গঠন ও দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা রাখার ক্ষেত্রে জাতির পিতার নীতি ও আদর্শ ধারণ এবং দৃঢ়কল্পে অনুসরণ করার আকাঙ্ক্ষা পুনঃব্যক্ত করেন।  ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’  শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে দিবসের অনুষ্ঠান সমাপ্ত হয়