Latest News
- /
- Announcement
- /
- News
- /
- biesemareeiu e suddhacar smmanna purshkar 2022 2023 prdan onushthaner ayojn
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ) এর শুদ্ধাচার সম্মাননা পুরষ্কার ২০২২-২০২৩ প্রদান অনুষ্ঠান ২৩ আগস্ট ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম লালমনিরহাট ক্যাম্পাসে এবং প্রো-ভাইস চ্যান্সেলর, এয়ার কমডোর এ টি এম হাবিবুর রহমান ঢাকা ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার প্রাপ্তদের কাছে সম্মাননা স্মারক হস্তান্তর করেন। সকল কর্মকর্তা কর্মচারীকে ০৪ ক্যাটাগরিতে বিভক্ত করে উহাদের মধ্য থেকে মোট ০৯ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।
গ্রেড ২-৯ এর শিক্ষক (স্থায়ী) ক্যাটাগরিতে সহকারী অধ্যাপক সৈয়দা সাবিকুন নাহার এবং সহকারী অধ্যাপক মোঃ সামিন রহমান, গ্রেড ২-৯ এর কর্মকর্তা (প্রেষণ/স্থায়ী) ক্যাটাগরিতে সহকারী রেজিস্ট্রার স্কোয়াড্রন লীডার প্রিয়াংকা শারমীন ও সহকারী সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোঃ আশিকুর উল আলম, গ্রেড ১০-১৬ এর বিমানসেনা/কর্মচারী (প্রেষণ/স্থায়ী) ক্যাটাগরিতে সার্জেন্ট শরিফুল ইসলাম, সার্জেন্ট শামীম আহমেদ ও অফিস সহকারী কাম ডাটা প্রসেসর একরামুল ইসলাম এবং গ্রেড ১৭-২০ এর বিমানসেনা/কর্মচারী (প্রেষণ/স্থায়ী) ক্যাটাগরিতে অফিস সহায়ক মোঃ ইয়ার আলী মুন্না ও আয়া মোসাঃ আছমা বেগম শুদ্ধাচার সম্মাননা পুরষ্কার ২০২২-২০২৩ প্রাপ্ত হন।