Latest News
- /
- Announcement
- /
- News
- /
- biesemareeiu lalmnirhat kzampase zthazogz mrzaday omr ekuse oo antrjatik matrrivasha dibs udzapit
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ) লালমনিরহাট ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির অংশ হিসেবে একুশের প্রথম প্রহরে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অত্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ফ্যাকাল্টি অব অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের ডিন এয়ার কমডোর (অবঃ) মোঃ আব্দুস সালাম। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষ্যে সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা অনুষ্ঠান, প্রামান্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।