Latest News
- /
- Announcement
- /
- News
- /
- bsmraau at 147852
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ)’- ঢাকা এবং লালমনিরহাট ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ১৫ আগস্ট ২০২৩ তারিখে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম, ওএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, ঢাকা ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দিবসের কর্মসূচী হিসেবে বিশ্ববিদ্যালয়ের উভয় ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়। এ ছাড়াও দিবসটি উপলক্ষ্যে প্রামান্য চিত্র প্রদর্শন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা, কর্মচারী, ফ্যাকাল্টি এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।