Loading...

News Details

জাতির পিতার জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন করল বিএসএমআরএএইউ

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ)’  যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন করেছে। এ উপলক্ষ্যে  বিএসএমআরএএইউ এর সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম । অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপর নির্মিত দু’টি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাঙ্গালী জাতির মুক্তি আন্দোলন ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এ সময় তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে জাতির পিতাই প্রথম রাষ্ট্রনেতা যিনি সম্মানজনক জুলিও কুরি আন্তর্জাতিক সম্মানে ভূষিত হন।  বিশ্বশান্তি পরিষদের সভায় বিশ্বের ১৪০টি দেশের প্রায় ২০০ সদস্যের উপস্থিতিতে ১৯৭২ সালের ১০ অক্টোবর জুলিও কুরি পদকের জন্য সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ঘোষণা করা হয়, যা পরের বছর ২৩ মে এশীয় শান্তি সম্মেলনের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে পরিয়ে দেন পরিষদের তৎকালীন সেক্রেটারি জেনারেল রমেশচন্দ্র।  এ সময় সেক্রেটারি জেনারেল মহোদয় বলেছিলেন, ‘বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু।উল্লেখ্য যে, নোবেলজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী জঁ ফ্রেডেরিক জুলিও কুরির নামে বিশ্ব শান্তি পরিষদ ১৯৫৯ সালে জুলিও কুরি পদক চালু করে।